এরশাদের স্বপ্নের নতুন বাংলা গড়তে কাজ করে যাবো

সংবর্ধনা সভায় তপন চক্রবর্ত্তী

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৪ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী বলেছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি এতদিন কোমায় ছিলো। দল বিরোধী ষড়যন্ত্রকারীদের চক্রান্ত মোকাবেলা করে তৃণমূলের নেতার্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শন করে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এম.পি এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আমাকে দলে ফিরিয়ে এনেছেন। আমি উনাদের এই ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে ঘোষণা করছি জীবনের শেষ দিন পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের নতুন বাংলা গড়তে কাজ করে যাবো। তিনি চট্টগ্রাম মহানগর নেতাকর্মীদের রংপুরের পর চট্টগ্রামকে পল্লীবন্ধুর দূর্গ হিসেবে গড়ে তুলতে উদাত্ত আহ্বান জানান। তিনি গতকাল ১৯ নভেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত তাৎক্ষণিক এক সংবর্ধনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন। নগর জাপা সাবেক সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল করিম রেজার পরিচালনায় জে.এম. সেন উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার রনি, নগর জাপা সাবেক সহ-সভাপতি যথাক্রমে ওসমান খান, কামরুজ্জামান পল্টু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং থানা যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকণ্ঠশিল্পী জনি হত্যার প্রতিবাদে সভা