এরশাদ উল্লাহর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। গত সোমবার বিকেলে কাপাসগোলা শাহী জামে মসজিদে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শক জাফর আহমেদ। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ওলামা মাশায়েখ।

এ সময় উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক মনজুর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু আহমেদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, নগর বিএনপির সাবেক সদস্য আবু সালেহ, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম, বিএনপি নেতা কামাল, রিয়াজুদ্দিন সাত্তার মামুন, মাসুদ রেজা চৌধুরী, মোহাম্মদ সিরাজ, মো: ইউসুপ, কাপাসগোলা ইউনিট সভাপতি নুরুল হাসান টিপু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হিরু, ইমরান লিটন, মো: জাফর, জয়নগর বিএনপি ইউনিট সভাপতি রুবেল, মিলন, ইলিয়াস জিকু, মোহাম্মদ ইসমাইল, ১৬নং চকবাজার ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন, সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা, কামাল, ফারুক, সোলাইমান, জয়নাল, গিয়াস উদ্দিন, তারেক, ফাহিম, ইরফান, রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতাজ বেগম
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় শিক্ষাবর্ষ সমাপনী মাহফিল