এয়ার এরাবিয়ার আসনের নিচে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ৩৮টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে আসা ‘এয়ার এরাবিয়ারএর জি৯৫২০ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই উড়োজাহাজে তল্লাশি চালান। এফ৯ সিটের নিচে কালো টেপ মোড়ানো দুটি প্যাকেট সোনার বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা সোনার মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোনার বারগুলো কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে আব্দুল মতিন তালুকদার জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআশা করি সুন্দর একটি নির্বাচন হবে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা