এমেচার ক্রিকেট লীগে জয় পেয়েছে চিটাগং মাস্টার্স এবং নাইনটিজ উইলো

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত এমেচার ক্রিকেট লীগের তৃতীয় আসরে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় চিটাগং মাস্টার্স ৫ উইকেটে হোয়াইট হাক্কানী সি সি কে পরাজিত করে। চিটাগং মাস্টার্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। হাক্কানী সি সি ১৮ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলি নওশাদ ৪১ এবং তারেক মুন্না ৩৩ রান করেন। চিটাগং মাস্টার্সের আরাফাত, নাইম এবং সনি যথাক্রমে ২টি করে উইকেট লাভ করে। ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নামা চিটাগাং মাস্টার্স ইকরাম এবং আরাফাতের দারুণ ব্যাটিংর এর সৌজন্যে ১৮ ওভার ২ বল খেলে জয়ের বন্দরে পৌছে যায়। ইকরাম অপরাজিত ৫৪ এবং আরাফাত ২০ রান করেন। হাক্কানীর পক্ষে আদনান ২৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। চিটাগং মাস্টার্সের আরাাফাত অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জেলা দলের কৃতী খেলোয়াড় মাসুম উদ দৌলা।

দিনের ২য় খেলায় নাইনটিজ উইলো ১০৮ রানের বিশাল ব্যবধানে আগ্রাবাদ মাস্টার্সকে পরাজিত করে। সকালে টসে জিতে ব্যাট করে নাইনটিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৯ রানের পাহাড় সমান স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে মাসুদ ৬৯, জকি ৫৮ এবং মানিক ৫৫ রান করেন । আগ্রাবাদের জামশেদ ২টি উইকেট নেন। ২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে একাই লড়ে যান আগ্রাবাদের ফারুক টিটো। তিনি ৩৬ বলে ৬৭ রান করে আউট হওয়ার পর আগ্রাবাদের হার নিশ্চিত হয়ে যায়। অবশেষে ১১০ রানে অলআউট হয় আগ্রাবাদ মাস্টার্স। নাইনটিজ উইলোর মর্তুজা ১৬ রান দিয়ে ২টি এবং জকি, মুরাদ, মানিক, ইমরান, রিপন এবং মাসুদ সকলে ১টি করে উইকেট নেন। জকি তার অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন এডিশনাল ডিসট্রিক্ট এবং সেশন জর্জ আব্দুল্লাহ আল মামুন।

পূর্ববর্তী নিবন্ধশহীদ মীর মুগ্ধ স্মৃতি উন্মুক্ত রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধপিএসএলে ভালো করবেন লিটন-রিশাদরা আশা বাংলাদেশ অধিনায়ক শান্তর