এমেচার ক্রিকেট লিগে আগ্রাবাদ মাস্টার্স এবং নাইনটিজ উইলোর জয়

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত এমেচার ক্রিকেট লিগে তৃতীয় আসরে গত সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। কোয়ালিটি মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় আগ্রাবাদ মাস্টার্স ২ রানে হাক্কানী সি সি কে পরাজিত করে। হাক্কানী টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রফিক ৩০, রাহাত ৩৪, আরিফ ২৯ এবং তারেক ৩১ রান করেন। আগ্রাবাদের ইশতিয়াক ২৮ রান দিয়ে ৫টি করে উইকেট নেন। ১৭৯ রানের জবাবে ফারুক টিটো, অনিন্দ্য এবং মামুনের দারুন ব্যাটিংয়ের সুবাদে খেলা টাই হয়। ফারুক টিটো করেন ৫২ রান। যেটি তার তৃতীয় অর্ধশতক এ টুর্নামেন্টে। এছাড়া অনিন্দ্য ২২ এবং মামুন ২৪ রান করেন। হাক্কানীর আরিফ বিল্লাহ ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। খেলা যখন সুপার ওভারে গড়ায় তখন টিটো ১টি ছক্কা সহ মোট ১১ রানের টার্গেট দেয় হাক্কানীকে। জবাবে হাক্কানী ক্লাব ৮ রান করতে সক্ষম হয়। আগ্রাবাদের ইশতিয়াখ তার চমৎকার বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন শাহাদাত হোসেন তানজিন, রিলেশানশিপ ম্যানেজার, পিএইচুপ গ্রুপ। দিনের দ্বিতীয় খেলায় নাইনটিজ উইলো ১২ রানে হোয়াইট ফ্যালকনকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করে নাইনটিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ ৫৫, মাসুম ২৮,জকি ৪৮ এবং মানিক ২৭ রান করেন। ফ্যালকনের আব্দুল্লাহ মাসমি ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ২০১ রানের জবাবে ফ্যালকন ১০ উইকেট হারিয়ে ১৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফুদ্দিন টিটু ২৮, তানিন ৩৭, আব্দুল্লাহ মাসুম ২৪ এবং রাফু ২৪ রান করেন। নাইনটিজের মানিক ৩১ রান দিয়ে ৪টি, ইমাম ২টি, মর্তুজা ২টি এবং ইমরান ২টি উইকেট নেন। নাইনটিজ উইলোর মানিক তার অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন তার হাতে পুরস্কার তুলে দেন রিয়াদ মাহমুদ, অর্থ সম্পাদক, সিএসটিসি হসপিটাল।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সিক্স এ সাইড ফুটবল উদ্বোধন
পরবর্তী নিবন্ধপাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে ক্রিকেট দল