আম্বিয়া গ্রুপ এমেচার ক্রিকেট টুর্নামেন্টে গতকাল প্রথম খেলায় চিটাগং রয়েলস ২৪ রানে চিটাগং ইউনাইটেডকে পরাজিত করে এবং দিনের অপর খেলায় আগ্রাবাদ মাস্টার্স ৪ উইকেটে ট্রিপল এসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। টসে হেরে প্রথমে ব্যাটিং করে চিটাগং রয়েলস। তারা ২০ ওভারে ৯ উইকেটে করে ১৫১ রান করে। দলের ইশতিয়াক ২২, সাকির ২৩, নাজিম ১৮ এবং ওয়াজির ১৯ রান করেন। ইউনাইটেডের রনি, ইমরান ও মানিক প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে চিটাগং ইউনাইটেড ১২৭ রানে অল আউট হয়ে যায়। ইউনাইটেডের রনি সৌরভ ২৯ বলে ৫৮ রান করে। এছাড়া মানিক ১৪ এবং রিপন ২০ রান করেন। রয়েলসের নাজিম ২০ রানে ও সাকিব ৯ রানে ৩টি করে উইকেট নেন। রয়েলসের নাজিম অল রাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার আবু সামা বিপ্লব। দিনের অপর খেলার আগ্রাবাদ মাস্টার্স ৪ উইকেটে ট্রিপল এসকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিতে খেলা নিশ্চিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ট্রিপল এস ১২০ রান করে। দলের পক্ষে আব্দুল্লাহ মাসুম ৩১ এবং নাজমুল ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৫ রান। আগ্রাবাদ মাস্টার্সের ইশতিয়াক ২০ রানে ৪টি এবং মশিউর ৮ রানে ২টি উইকেট নেন। ১২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে হোচট খায়। তাদের ওপেনার টিটো ৭ রান করে ফিরেন। পরবর্তিতে অনিন্দ ৩৫, মামুন ১৭ এবং শেষ দিকে মশিউর ২ ছক্কায় করেন ১০ বলে ১৪ রান। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান প্রয়োজন ছিল কিন্তু মশিউর প্রথম দুইবলে দুটি ছক্কা মেরে খেলা ৪ বল বাকি থাকতে শেষ করেন। ট্রিপল এসের তৌহিদ, সুজন, জুয়েল এবং রিয়াসাত ১ টি করে উইকেট নেন। ইশতিয়াক তার চমৎকার বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন এনডিসি মো. তৌহিদুল ইসলাম।