এমেচার ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং লিজেন্ড ক্রিকেট

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

এমেচার ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং লিজেন্ড ক্রিকেট। গতকাল শনিবার সাগরিকাস্থ মহিলা কমপ্লেঙ মাঠে সকালের খেলায় মুখোমুখি হয় গোল্ডেন গ্লাবস এবং নাইনটিজ উইলো। টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে নাইনটিজ উইলো। দলের পক্ষে সেজান ৫০, রপন ৩৩ এবং জকির ২৪ রান করে। গোল্ডেন গ্লাবসের পাবেল এবং রাশেদ ২টি করে উইকটে নেন। ১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারায় গোল্ডেন গ্লাবস। এরপর রাশেদ এবং ফাইম কিছুৃটা প্রতিরাধ গড়ে তুললেও বেশিদুর আগাতে পারেননি। শেষ পর্যন্ত রাশেদ ২৩, ফাইম ১৪, লিপন ১৫, তাইফের ১৪ রানের সুবাধে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ করতে সক্ষম হয়। ফলে নাইনটিজ উইলো ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। নাইনটিজ উইলোর জকি এবং মর্তুজা ৩টি করে উইকেট নেন। নাইনটিজ উইলোর জকি ম্যাচ সেরা হন। দিনের অপর খেলায় সিএম গোল্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় লিজেন্ড ক্রিকেট ক্লাব। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করে সিএম গোল্ড। দলের পক্ষে হারুন ২২, আদিল ৫০ এবং গোলাম ইফতেসার ৪৪ রান করেন। লিজেন্ডের পক্ষে ৩টি উইকেট নেন তুহিন মজুমদার। ১৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে ২টি উইকেট হারায় লিজেন্ড। এরপর জাহিদ এবং বেলাল দলের রান ১০০ পার করেন ১৩ ওভারে। বেলালের বিদায়ের পর জাহিদ এবং দলনেতা নাজমুল মিলে এক ওভার হাতে রেখে ম্যাচ জিতে নেয়। জাহিদ ১২টি চার এবং ৪টি ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন। অপর ব্যাটার নাজমুল ৩টি ছক্কার সাহায্যে ৪০ রান করে অপরাজিত থাকেন। জাহিদ ম্যাচ সেরা হন।

পূর্ববর্তী নিবন্ধবিজয় কাপ হকি টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধএই জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে : তাইজুল