এমেচার ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলোস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

এমেচার ক্রিকেটের ২য় সিজন এর ৩য় দিনে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় নাইনটিজ উইলোস হারায় চিটাগং রয়েলসকে। টসে হেরে নাইনটিজ উইলো প্রথমে ব্যাটিং করে। তারা ১৮ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে। মাসুদ পারভেজ ৮৮ রান করেন। দলনেতা মাসুম করেন ২৮ রান। চিটাগং রয়েলের পক্ষে রবিউল ২৬ রানে ৩টি উইকেট নেন। ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় চিটাগং রয়েলস। দলের জাবেদ ইউসুফ ৫৯ রান করেন। নাইনটিজ উইলোসের ইমরান বিন ইকবাল ১১ রান দিয়ে ৩টি এবং জকি ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন।

নাইনটিজ উইলোর মাসুদ পারভেজ ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মাহতাব উদ্দিন। দিনের অপর খেলায় ৯ উইকেটে হাক্কানী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে আগ্রাবাদ মাস্টার্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে হাক্কানী সিএ। দলের উদ্বোধনী ব্যাটার রাজু ২৬ এবং মাসুদ ৩৪ রান করেন। হাক্কানী সব উইকেট হারিয়ে ১২৮ রান করে। আগ্রাবাদ মাস্টার্সের মশিউর রহমান এবং ইশতিয়াখ ৩টি করে উইকেট নেন।

১২৯ রানের জয়ের লক্ষে খেলতে নেমে দলীয় ২৭ রানে দলের উদ্বোধনী ব্যাটার ফারুক টিটো বিদায় নেন ১৩ রান করে। এরপর শুরু অনিন্দ্য বিশ্বাসের ৩৭ বলে ৫টি চার এবং ৮টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত থাকেন ৮২ রানে। অপর ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ২৬ বলে অপরাজিত ২৭ রান করেন। হাক্কানীর পক্ষে একমাত্র উইকেটটি পান রবিন। অনিন্দ্য বিশ্বাস ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন হাক্কানী গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজার সৈয়দ ফসিউল হক।

পূর্ববর্তী নিবন্ধ‘ডাক দিয়ে যাই’ এর প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধবাফুফের নিবন্ধন পেল চট্টগ্রামের বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি