নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত এবং আম্বিয়া গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় আম্বিয়া গ্রুপ এমেচার ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। অন্যদিকে চিটাগাং রয়েল জয় পেলেও নেট রানে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। গতকাল শনিবার টুর্নামেন্টের দুটি খেলার প্রথমটিতে চিটাগং রয়েল ৮২ রানে চিটাগং মাস্টার্সকে পরাজিত করে সান্ত্বনার জয় পায়। দিনের পরের ম্যাচে নাইনটিজ উইলো ৫ উইকেটে ট্রিপল এসকে পরাজিত করে। তারা টুর্নামেন্টের ৪র্থ দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। বাকি যে তিনটি দল সেমিফাইনালে উঠেছে তারা হলো আগ্রাবাদ মাস্টার্স,চিটাগাং মাস্টার্স এবং ওবিএ।
সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে সকালের খেলায় টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে চিটাগং রয়েল। তারা ডালিমের ৬২ রানের উপর ভর করে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। এছাড়া দলের সাকিব ৩৪ এবং সাকি ২২ রান করেন। চিটাগং মাস্টার্সের নাঈম ৩৭ রানে ২টি উইকেট দখল করেন। এদিকে রয়েলকে শুধু জিতলেই হতো না বরং ৫৩ রানে অল আউট করতে হতো মাস্টার্সকে। তবেই তারা সেমিফাইনালে উত্তীর্ণ হবে এমন সমীকরণ ছিল।
চিটাগাং রয়েল সে পথেই এগিয়ে যাচ্ছিল। ১৭২ রানের লক্ষে খেলতে নেমে চিটাগং মাস্টার্স মাত্র ৪৫ রানে ৮ উইকেট হারিয়ে বসে। একসময় অর্ধশত রানেই তারা বুক্ড হয়ে যাবে বলেও ধারনা হয়েছিল সবার। কিন্তু মাস্টার্সের মাহতাবের ২০ এবং রিসাদের ৩৩ রানের কল্যাণে তারা সে ধারণা মিথ্যা প্রমাণ করে। মাস্টার্স অলআউট হয় ৮৯ রানে। এদিকে রয়েল ৮২ রানের জয় নিয়েও নেট রান রেটের কারণে পিছিয়ে পড়ে এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়।
রয়েলের পিছিয়ে যাওয়াতে ওবিএ রান রেটের ভিত্তিতে সেমিফাইনালে পৌঁছে যায়। রয়েল এর রবিউল ৬ রানে ৩টি, প্রনব ৬ রানে ২টি এবং ডালিম ১৫ রানে ১টি উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন চিটাগং রয়েলের ডালিম। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ক্রিকেটার মাসুম উদ দৌলা। দিনের অপর ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ট্রিপল এস। তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানিন ১৯ এবং আব্দুল্লাহ মাসুম ৩৬ রান করেন। নাইনটিজ উইলোর পঙ্কজ ১০ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ১৮ ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় নাইনটিজ উইলো। দলের পক্ষে রিপন ২০, মাসুম অপরাজিত ৩৫ এবং জকি ২২ রান করেন। ট্রিপল এস এর হাসান ২৪ রানে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন নাইনটিজ উইলোর পঙ্কজ কান্তি দে। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতি ক্রিকেটার ও চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের ইসি মেম্বার শাকিল আবেদিন।
আগামী শুক্রবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে অংশ নেবে আগ্রাবাদ মাস্টার্স এবং ওবিএ। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে চিটাগাং মাস্টার্স এবং নাইনটিজ উইলো। খেলা দুটি সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।












