এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ

চট্টগ্রামে ৫ কেন্দ্রে অংশ নিবে ১৩ হাজার ৪৩৫ পরীক্ষার্থী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এ বছর চট্টগ্রামের পাঁচ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ৪ হাজার ৮২৫ জন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ২ হাজার ৪৪৩ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৫৭ জন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৭৩০ জন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (দামপাড়া ক্যাম্পাস) কেন্দ্রে অংশ নিচ্ছে ১ হাজার ১৮০ জন পরীক্ষার্থী।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, এমবিবিএস পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিটনেসবিহীন ৬ গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব ফেরত পেল চসিক