এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

আজ শুক্রবার (১০ মার্চ) দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের (২০২২২৩ শিক্ষাবর্ষের) এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল দশটায় এ ভর্তি পরীক্ষা শুরু হলেও সকাল ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন। যদিও সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার। তিনি বলেন, সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। তবে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমাদের পরামর্শ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকাল ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে পারলেই সবচেয়ে ভালো হয়। পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ কোনো ধরনের ইলেক্ট্রনিকস ডিভাইস নেয়া যাবে না বলেও জানান চমেক অধ্যক্ষ। এবারের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রের অধীনে ১৩ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হিসেবে পরীক্ষার্থীর এ সংখ্যা গতবারের তুলনায় ৭৬৪ জন কম। গতবার ১৩ হাজার ৮৯১ জন (প্রায় ১৪ হাজার) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। গতবারের পরীক্ষার্থীর এ সংখ্যা চট্টগ্রামে এ যাবতকালের মধ্যে রেকর্ড সর্বোচ্চ। চমেকে এমবিবিএস কোর্সে প্রতিবছর ২৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে থাকে।

জানা গেছে, চমেক কেন্দ্রের অধীনে গতবার ৭টি ভেন্যুতে পরীক্ষা নেয়া হয়। এবার ভেন্যু সংখ্যা কমিয়ে পাঁচটি করা হয়েছে। সেগুলো হলচমেক ক্যাম্পাস, চট্টগ্রাম সরকারি কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ, বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধএবার গর্জে উঠল সাগরিকা