এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ বছর চট্টগ্রামের চার কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী। তবে অনুপস্থিত ছিল ২৬১জন। এই চার কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ৪ হাজার ৪৫৩ জন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ২ হাজার ৭৪৯ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৩৪৪ জন এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৫০০ জন। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, এমবিবিএস ও বিডিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি, এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬ এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫ টি। অর্থাৎ যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন।












