এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এ বছর চট্টগ্রামের চার কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ৪ হাজার ৬৫৬ জন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ২ হাজার ৮০৯ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৪১৮ জন এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৫২৪ জন।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, এমবিবিএস ও বিডিএস পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বল পয়েন্ট কলম, এইচএসএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯টা ৩০ মিনিটে এ পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি, এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬, এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। অর্থাৎ যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন।












