এমবাপের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বন্ধ করল সুইডিশ কৌঁসুলিরা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপের বিরুদ্ধে কথিত ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত বন্ধ করে দিয়েছে সুইডিশ কৌঁসুলিরা। তদন্ত চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন প্রধান তদন্তকারী। গত অক্টোবরে সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দিনের জন্য গিয়েছিলেন এমবাপে। তখন একাধিক সুইডিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এমবাপে অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি স্টকহোমে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমবাপের প্রতিনিধিরা বলেছিলেন, ধর্ষণের অভিযোগগুলো ‘পুরোপুরি মিথ্যা এবং গুজব।’ প্রধান তদন্তকারী মেরিনা চিরাকোভা বৃহস্পতিবার বিবৃতিতে বলেছেন, প্রমাণগুলো তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়, তাই তদন্ত বন্ধ করে দিয়েছেন তারা। কৌঁসুলিরা অবশ্য কখনোই তদন্তে সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে বলেননি। তবে সূত্রের বরাত দিয়ে কয়েকটি সুইডিশ সংবাদমাধ্যমে বলা হয়েছিল, এই মামলায় সন্দেহভাজন ব্যক্তি ছিলেন এমবাপে।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ডগড়া জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ উইন্ডিজের
পরবর্তী নিবন্ধচাঁদপুর এবার হারালো খাগড়াছড়িকে