এমপির স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণা, চন্দনাইশে গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে এমপির স্বাক্ষর ও সিল জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে অটোরিকসা মালিক সমবায় সমিতির সভাপতি হতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দিদারুল আলম (৩৫) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। এ ব্যাপারে ইব্রাহিম জুয়েল নামে একজন বাদি হয়ে গতকাল চন্দনাইশ থানায় প্রতারণা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার খানহাটধোপাছড়িবান্দরবান সড়ক এবং দোহাজারী চৌকিদার ফাঁড়িচিরিংঘাটাধোপাছড়ি সড়কে চলাচলরত সিএনজি ও মোটরসাইকেল চালকদের সংগঠন পূর্ব চন্দনাইশধোপাছড়ি অটোরিকসা মালিক সমবায় সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে সমিতির সকল সদস্যরা গত ১৫ এপ্রিল সমিতির সদস্য ইব্রাহিম জুয়েলকে সভাপতি হিসেবে মনোনীত করে সমবায় অফিসে কাগজপত্র জমা দেয়। একই সাথে দিদারুল আলমও সভাপতি হিসেবে কাগজপত্র জমা দেয়। এদিকে গত সোমবার সমবায় অফিস থেকে উক্ত সমিতির সভাপতি হিসেবে দিদারুল আলমের নাম অনুমোদন দেয়ার বিষয়টি জানানো হলে সমিতির সদস্যদের মধ্যে ঝামেলা শুরু হয়। পরবর্তীতে বিষয়টি ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম ও সমিতির সদস্যরা জেলা সমবায় অফিসে অভিযোগ দেয়ার পর স্থানীয় এমপির সুপারিশে দিদারুল আলমকে সভাপতি হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়।

পরে সমবায় অফিসে জমা দেয়া ফাইলে কাগজপত্র যাচাইয়ের পর জানা যায়, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপির স্বাক্ষর ও সীল জালিয়াতি করে দিদারুল আলমকে সভাপতি করার জন্য সুপারিশ করা হয়েছে মর্মে পত্র দেয়া হয়।

ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম জানান, দিদারুল আলম উক্ত সমিতির সভাপতি হতে এমপি সাহেবের স্বাক্ষর ও সীল জালিয়াতির পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে দেয়া সনদপত্রও জাল করে সমবায় অফিসে জমা দিয়েছে। এমপি সাহেব নিজেও ওই স্বাক্ষর ও সীল দেখার পর তার নয় বলে শনাক্ত করেন এবং প্রতারণা করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

তিনি আরো জানান, দিদারুল আলম পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স হিসেবেও কাজ করে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে সহযোগিতাও করেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীর স্বাক্ষর ও সীল মোহর জালিয়াতি করার ঘটনায় দায়েরকৃত প্রতারণা মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রশ্নপত্র ছাপিয়ে মূল্যায়ন পরীক্ষা!
পরবর্তী নিবন্ধ‘মাই লর্ড’ সম্বোধন না করতে হাইকোর্ট বেঞ্চের নির্দেশনা