এমপি হলেন ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। হুট করেই তিনি চলে এলেন রাজনীতিতে। চলে এলেন বললেন ভুল হবে। তাকে নিয়ে আসা হয়েছে। আর রাজনীতিতে নিয়ে আসেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইউসুফ পাঠানকে ভারতের জাতীয় নির্বাচনে বাংলার একটি আসনে প্রার্থী করা হয়। যদিও ইউসুফের বাড়ি গুজরাটে। কিন্তু মমতা তাকে নিয়ে আসেন বাংলায়। আর তাকে এমন একটি আসনে প্রার্থী করেন যে আসনে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গত পাঁচ মেয়াদে ছিলেন সংসদ সদস্য। গত ২৫ বছর তাকে কেউই হারাতে পারেনি। কিন্তু ইউসুফ পারবেন তেমন আস্থা ছিল মমতার। আর সে আস্থার প্রতিদান দিয়েছেন ইউসুফ নির্বাচনে বিজয়ী হয়ে। গতকাল অনুষ্ঠিত হয় ভারতের সংসদ নির্বাচনের ভোট গননা। আর তাতে বহরমপুর আসন থেকে ৮৫৩২৮ ভোটের বিশাল ব্যবধানে অধীর চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ইউসুফ। তৃনমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ইউসুফ পাঠান পেয়েছেণ ৫২২৯৭৪ ভোট। আর পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী পেয়েছেণ ৪৩৭৬৪৬ ভোট। ১৯৯৯ সালে বাম দলের প্রার্থীকে হারিয়ে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন অধীর চৌধুরী। এরপরের চারবারে কোন রকমের প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হয়নি কংগ্রেসের এই নেতাকে। কিন্তু এবারে ইউসুফ পাঠানকে দিয়ে বাজিমাত করলেন মমতা ব্যানার্জি। নির্বাচনে জয়লাভের পর পাশে থাকা ও তাকে সহায়তা করার জন্য দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ পাঠন। এরপর বহরামপুরে একটি স্পোর্টস একাডেমি ও বিভিন্ন শিল্পকারখানা প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেন দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার। ইউসুফ পাঠান জানান, বিজয়ী হওয়ার কারণে দলের প্রধান নেতা মমতা ব্যানার্জী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দারুণ খুশি হয়েছেন। নির্বাচনের ফলাফল জানার পর গণমাধ্যমের সামনে ইউসুফ পাঠান বলেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যারা আমার সঙ্গে ছিলেন। আমি খুশি। এটি শুধু আমার নয়, সকল কর্মীদের জয়। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। আমি অধীর রঞ্জনকে সম্মান করি। আমি সবসময় এটি করে যাবো। প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ পাঠান আরও বলেন, আমি প্রথমে একটি স্পোর্টস একাডেমি করবো। যাতে ক্রিকেটাররা ক্যারিয়ার গড়তে পারে। আমি শিল্পের জন্যও কাজ করবো। আমি এখানে থাকব এবং মানুষের জন্য কাজ করবো। আমিও গুজরাটে থাকবো। কারণ আমার পরিবার সেখানে থাকে। আমি বহরমপুরে একটি নতুন পরিবার পেয়েছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। তারা খুশি।

পূর্ববর্তী নিবন্ধপাবলিক পার্কে অনুশীলন করছে ভারত!
পরবর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগ আজ শুরু