এম‌পি ল‌তিফ সেনাবা‌হিনীর হেফাজতে

| শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৭:১০ অপরাহ্ণ

বন্দর-পতেঙ্গা আসনের সদ্য সাবেক এমপি এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীনা জানান, শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা এমপি লতিফ স্থানীয় নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমা আদায় শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। পরে তার ভাগিনা আদনানুল ইসলাম চৌধুরীর ঘরে যাওয়ার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ খবর পেয়ে তার ভাগিনার বাড়ি ঘিরে রাখে।

পরে সেনাবাহিনী খবর পেয়ে তাদের সরিয়ে দেয়। তবে এমপি লতিফের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিলনা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদারবাড়ি ৩০নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে এমপি লতিফ তার ভাগিনা আদনানুল ইসলামের বাড়িতে এতদিন আত্মগোপনে ছিলেন।

হেফাজ‌তে নেওয়ার আ‌গে সেনাবা‌হিনীর এক কর্মকর্তা ব‌লে‌ছেন, যা‌তে বিশৃঙ্খল কোনো প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি না হয় সেটা আমরা চেষ্টা কর‌ছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এলাকায় ব্যাপক গোলাগুলি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবা ও মদ উদ্ধার করলেন ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা