আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন উপলক্ষে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় সভা গত ৩১ ডিসেম্বর নগরীতে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ১১দিনব্যাপী ঋষিকুম্ভ মেলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শিল্পপতি সুকুমার চৌধুরী ও অনুপ বরুণ দাশ। বক্তব্য রাখেন তাপস কুমার নন্দী, পণ্ডিত মিথুন চক্রবর্ত্তী, পরাগ দাশ, সুব্রত দেব, রাজীব সুশীল, অপু দত্ত, স্বদেশ পাল ও নিউটন মজুমদার প্রমুখ।
সভায় মোস্তাজিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বাঁশখালীর ঋষিধাম আশ্রম। আর এখানেই অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ১১দিনব্যাপী ঋষিকুম্ভ মেলা। তিনি কুম্ভমেলায় সর্বাত্মক সহযোগিতায় আশ্বাস দেন। শেষে তিনি আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলার প্রচারপত্র উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












