এমপক্স নতুন আরেকটি কোভিড মহামারী নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

| বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা আশ্বাস দিয়ে বলেছেন, এমপক্স নতুন আরেকটি কোভিড মহামারীর মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, তা সেটি এমপক্সের নতুন বা পুরোনো যে ধরনই হোক না কেন। কারণ, এ রোগকে কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় তা কর্তৃপক্ষের জানা আছে। খবর বিডিনিউজের।

ইউরোপে ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ জাতিসংঘে গণমাধ্যমকে একং সংবাদ ব্রিফিংয়ে মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা মাঙ্কিপক্স একযোগে মোকাবেলা করতে পারি এবং করতেও হবে। সুতরাং আমরা কি বিশ্বব্যাপী মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে রাখা এবং দূর করার ব্যবস্থা কায়েম রাখার পথ বেছে নেব? নাকি আরেক আতঙ্ক আর অবহেলার চক্রে পদার্পণ করব? আমরা এখন এবং আগামী বছরগুলোতে কীভাবে এ বিষয়টিতে সাড়া দেই, সেটিই এখন ইউরোপ এবং গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা হয়ে দেখা দিয়েছে।’ মাঙ্কিপক্স বা এমপক্স এতদিন আফ্রিকার দেশগুলোর মধ্যে সীমিত থাকলেও এখন তা সীমানা ছাড়িয়ে ইউরোপ ও এশিয়ার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এমপঙ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের কারণে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ পরিস্থিতিতেই এমন প্রশ্ন সামনে এসেছে যে, করোনা কোভিড মহামারী শেষ হতে না হতেই বিশ্বজুড়ে একইধরনের নতুন আরেকটি এমপক্স মহামারী ছড়িয়ে পড়বে কিনা? তবে এমন হওয়ার সম্ভাবনা যে কম তেমন আভাসই মিলল ডব্লিউএইচও কর্মকর্তার ক্লুগের কথায়।

পূর্ববর্তী নিবন্ধপানির নিচে সড়ক, সাজেকে আটকা আড়াইশ পর্যটক
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় সমাবেশ শেষে যাওয়ার পথে বিএনপির ওপর হামলা, আহত ১২