এমন সাকিবকেই সবসময় দেখতে চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৫০ পূর্বাহ্ণ

এবারের বিপিএলে সাকিব আল হাসানের ব্যাটে যেন রানের বন্যা বইছে। নিজের টিটোয়েন্টি ব্যাটিংকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে এই সাকিবকে দেখে মোটেও অবাক হচ্ছেননা মাশরাফি বিন মুর্তজা। তার চোখে সাকিব ‘কিং’। আর তার কাছ থেকে এমন রাজকীয় পারফরম্যান্সই প্রত্যাশিত। শীর্ষ পর্যায়ের ক্রিকেটে প্রায় দেড় যুগের পথচলায় অনেক বিস্ময়ের জন্ম দিয়েছেন সাকিব।

 

বাংলাদেশ ক্রিকেটের অনেক ‘প্রথম’ এসেছে তার হাত ধরে। তবে এবারের বিপিএলে তার ব্যাটিং যেন সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে। ক্যারিয়ারের মধ্যগগণেও টিটোয়েন্টিতে এমন চেহারায় দেখা যায়নি সাকিবকে। এবারের বিপিএলে ৬ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন তিনশ রান। করেছেন ৩০৪ রান। এই সংস্করণে তার ক্যারিয়ার ব্যাটিং গড় ২১.৩৭।

 

কিন্তু এবারের বিপিএলে গড় ৭৬। তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১২৪.২৭। কিন্তু এবারের বিপিএলে স্ট্রাইক রেট ১৯২.৪০। টুর্নামেন্টে সাকিব ছাড়া আর কারও স্ট্রাইক রেট ১৮০ স্পর্শ করতে পারেনি।

সাকিবের এমন ব্যাটিংয়ের পেছনে টেকনিক্যাল পরিবর্তনের কিছুটা প্রভাব দেখছেন মাশরাফি। তবে তিনি বলেন সাকিবের মতো ক্রিকেটারের কাছ থেকে এমন কিছুই প্রত্যাশিত তার। ভারত সিরিজে বা সামপ্রতিক সময়ে সাকিবকে দেখে মনে হচ্ছিল শর্ট বলে একটু ভুগছেন।

এরপর স্টান্সটা কিছুটা মনে হয় বদল করেছে। আর তাতে এখন উইকেটের চারপাশে শট খেলতে পারছে। মাশরাফি বলেন সাকিবের মতো ক্রিকেটারের কাছ থেকে এটা অবাক হওয়ার কিছু নয়। কারণ বিশ্বমানের ক্রিকেটাররা নিজেদের পথ খুঁজে নেয়। তারা নিজস্ব কায়দায় তাদের উপায় বের করে নেয়। সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সাকিবের কাছে প্রত্যাশা করা যায় ‘হি উইল কাম অ্যাজ অ্যা কিং এন্ড পারফর্ম অ্যাজ আ কিং’।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত