বন্যার্তদের সাহায্যে মানুষ যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। এমন ব্যাপারটা মুগ্ধ করেছে তামিম ইকবালকে। ঠিক এমন বাংলাদেশই দেখতে চেয়েছেন তামিম। যেখানে সব ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সৌহার্দ্য, সহমর্মিতা ও সমপ্রীতি দেখাবে মানুষ। এক ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব।’‘এরকম আরও অনেক ছবি–ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সমপ্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’