এমন দৃশ্য আগে দেখিনি জুয়েল আইচ

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

দেশের নন্দিত জাদুশিল্পী, খ্যাতিমান বাঁশি বাদক ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ আমেরিকায় গেছেন। নিউইয়র্কে ৭ অক্টোবর ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’য় তিনি অংশ নেন। সেখানে তিনি জাদু প্রদর্শন করেন। জুয়েল আইচ এবারের আমেরিকায় অনুষ্ঠান শেষে এক বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন। সেকথা তিনি তার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছেন। আমি একজন সামান্য জাদুশিল্পী মাত্র। তরুণ বয়সে ১৯৭১ সালে রাইফেল হাতে যুদ্ধ করেছি। লাখ লাখ মানুষের আত্মদানে দেশটা স্বাধীন হয়েছিল।

কিন্তু আমার কথা এক ঘণ্টারও বেশি সময় ধরে হলভর্তি দর্শক পিনপতন নিস্তব্ধতা, বক্তৃতা শেষে অডিটরিয়মের মঞ্চ থেকে নেমে বাইরে বেরিয়ে আসছি। এসময় হঠাৎ একজন মাঝবয়সী ভদ্রমহিলা সামনে এগিয়ে এলেন। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্না মানুষ। কিছুক্ষণ নিশ্চুপ থেকে আমায় সুদৃঢ় উচ্চারণে বললেন, আমি আপনার সঙ্গে ছবি তুলতে আসিনি। আপনি আমার বাংলাদেশ।

মুহূর্তে একদম মায়ের মতো আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। আমি পরম শ্রদ্ধায় তার মাথায় এবং পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। এমন দৃশ্য এর আগে আমি এবং তারা কেউই কখনো দেখিনি বা দেখেননি। আমি তারপরে যা কিছুই করেছি সবটাজুড়ে মায়ের মতো ভদ্রমহিলা আমার সব সত্তাকে আবিষ্ট করে রাখলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমহীন আইরিন
পরবর্তী নিবন্ধআন্তঃস্কুল ও আন্তঃকলেজ টেবিল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুকদের জ্ঞাতার্থে