আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর চন্দনপুরার এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণিতে (সম্মিলিতভাবে) গতকাল সোমবার গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ ছিদ্দিক আহমদের পৃষ্ঠপোষকতায় এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুজিস্তা আখতার। সমন্বয়কারী ছিলেন আহরণের উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় যোগ দেয়। অশোক দাবার রচিত ‘ফুল ও মৌমাছি’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। শিক্ষার্থীদের পরপর দুইবার গল্পটি শোনানো হয়। এরপর শাপলা দলের আরিফা আকতার সুখী, নুসরাত আকতার ঋতু, সিদরাতুল মাহি, উম্মে হুমায়রা এবং গোলাপ দলের মো. আশরাফুল ইসলাম, জান্নাতুল নাইম রিমু, ওয়াপা আক্তার ও জান্নাতুল রিমা প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করে। মেধার ভিত্তিতে প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে গোলাপ দলের প্রতিযোগী ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাইম রিমু। প্রেস বিজ্ঞপ্তি।