এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কোতোয়ালী থানাধীন চন্দনপুরার এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে গত ৩০ সেপ্টেম্বর গল্প আহরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ ছিদ্দিক আহমদের পৃষ্ঠপোষণায় এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুজিস্তা আখতার। শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় যোগ দেয়।

বিকাশ শিশুদের গল্পের ঝুলি বেগুনি বই থেকে নেওয়া ‘পণ্ডিত বীরবল’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। শিক্ষার্থীদেরকে পরপর ২ বার গল্পটি শোনানো হয়। এরপর শাপলা দলের সাফিয়া আক্তার ওয়াছিফা, মারইয়াম মুবাশ্‌শিরা, আমেনা আক্তার, নাদিয়া আক্তার এবং গোলাপ দলের ইরফাতুল ইফরান মিম, মো. রবিউল হোসেন, তাওহিদুল আলম আদি প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক শাপলা দলকে বিজয়ী ঘোষণা করেন। মেধার ভিত্তিতে প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মারইয়াম মুবাশ্‌শিরা। প্রতিযোগিতায় সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০ অক্টোবর মৌলভী নাদের আলী শাহ’র বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধ৭৮৬