নগরীর চন্দনপুরা এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতা গত ২৩ ফেব্রয়ারি অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুজিস্তা আখতারের পৃষ্ঠপোষকতায় এতে সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম।
বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনী বই) থেকে ‘পণ্ডিত বীরবল’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলীয়া নাসরীন উর্মি। শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে ভাগ হয়ে দুইবার গল্পটির পাঠ শোনে। স্মৃতি থেকে বলার প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থী সাগরিকা দাশ, সাইফুল ইসলাম, নুসরাত জাহান, তাহেরুন্নেসা রোজানা, সায়রা আলম ও মুহাম্মদ রাফি। বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করেন। মেধার ভিত্তিতে সায়রা আলম ১ম স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণকারী ৬ জন শিক্ষার্থীকে মঞ্চে ডাকা হয়। মোট ৩১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। গল্পটি এক সপ্তাহের মধ্যে লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।