বাংলাদেশে এলএনজি সরবরাহ ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য কারিগরি সহায়তা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের দেশটি সফরে থাকা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির বৈঠকের পর প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ওই বৈঠকের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশকে যথাসম্ভব সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন। এখনই এমওইউ সই করতে আগ্রহের কথা তুলে ধরে তিনি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তার দেশ গ্যাস উৎপাদন দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা করছে। এতে এলএনজির দাম কমে আসবে। দীর্ঘমেয়াদি চুক্তি সবসময় সরবরাহ নিরাপত্তার জন্য সর্বোত্তম সমাধান। খবর বিডিনিউজের।
বাংলাদেশ ও কাতারের মধ্যে এলএনজির আমদানি চুক্তি (এসপিএ) নিয়ে করা আগের এমওইউয়ের মেয়াদ গত জানুয়ারিতে শেষ হয়। এটি নবায়ন করতে বাংলাদেশের তরফে অনুরোধ করা হলে কাতারের দিক থেকে প্রতিশ্রুতিও মিলেছে।