এমএসকে ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগাড়ার অসহায়, কর্মহীনদের মাঝে ২৫ এপ্রিল উপহার, ত্রাণ ও বস্ত্র বিতরণ করা হয়। এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার, বস্ত্র ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও তেলিবিলা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল, মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ, হাফেজ মাওলানা ওসমান গনি, মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ ইউনুস, মাওলানা ফরিদুল আলম, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে মোহাম্মদ আবুল কাসেম বলেন, দীর্ঘদিন ধরে এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই লোহাগাড়া উপজেলাসহ চট্টগ্রামের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে থেকে এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং হিল ট্র্যাক্টস রাইটার্স ইউনিয়নের সাহিত্য আড্ডা
পরবর্তী নিবন্ধভারত থেকে ৩ মাস পর দেশে ফিরল ৯ বাংলাদেশি নাবিক