এম এ আজিজ স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট কাল

সিএমপির পাঁচ নির্দেশনা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

আগামীকাল (৭ মার্চ) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা কনসার্ট’। এ উপলক্ষে সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগ বিশেষ ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পাঁচটি নির্দেশনা অনসরণ করতে সর্বসাধারণকে অনুরোধ করেছে। গতকাল সিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

পাঁচ নির্দেশনা হচ্ছেস্টেডিয়ামের মূল গেট থেকে ভেতরে জিমনেসিয়ামের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। দর্শকরা পায়ে হেঁটে প্রবেশ করবেন। ব্যক্তিগত গাড়িতে আগত দর্শকরা স্টেডিয়ামের যে কোন প্রবেশ গেটের নিকটস্থ রাস্তা ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে গাড়ি নির্দিষ্ট পার্কিংয়ে প্রেরণ করবেন। বিশেষ ও গুরুত্বপূর্ণ অতিথিদের গাড়ি এবং বিশেষ স্টিকারযুক্ত গাড়িসমূহ জিমনেসিয়ামের দক্ষিণ পার্শ্বস্ত ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে অতিথি নামানোর পর জিমনেসিয়াম মাঠে পার্কিং করবে। স্টেইজ পারফর্মেন্সে অংশগ্রণকারী সকল আর্টিস্ট, কলাকুশলী ও আমন্ত্রিত ব্যান্ড সমূহের সদস্যদের পরিবহণকারী গাড়িসমূহ স্টেইজের পিছনে মহানগর ক্রীড়া সংস্থা ও বিদ্যুৎ অফিস সংলগ্ন গেইট ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে অফিসার্স ক্লাব ও ক্লাবের পার্শ্ববর্তী গলিতে পার্কিং করবে। অন্যান্য দর্শক, অতিথি ও সরকারিবেসরকারি দপ্তরসমূহের গাড়ি এবং মিডিয়ার গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রবেশ গেট সমূহের সম্মুখস্থ রাস্তা ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ ও সিআরবি’র ভিতরে পার্কিং করবে। কোন অবস্থাতেই স্টেডিয়ামের চার পাশের কাজির দেউরি, রেডিসন ব্লু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নেভাল অ্যাভিনিউ সড়কে মোটর সাইকেল, কার, জিপ, মাইক্রোবাস কিংবা অন্য কোন প্রকার যানবাহন পার্কিং করে রাখা যাবে না। প্রয়োজন সাপেক্ষে রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে নেভাল অ্যাভিনিউ মোড়, কাজির দেউরি মোড়, সিআরবি সাত রাস্তা মোড় ও ইস্পাহানী মোড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধঅধিকাংশ হোটেল-রেস্তোরাঁয় নেই যথাযথ অগ্নি-নির্বাপণ ব্যবস্থা