চট্টগ্রামের খেলাধুলার একমাত্র মাঠ এম এ আজিজ স্টেডিয়াম আগামী ২৫ বছরের জন্য বাফুফে‘কে বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ফিফার অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন করবে বাফুফে। আর তাতে অধিকার হারাতে বসেছে চট্টগ্রামের খেলাধুলা। বিষয়টি মানতে পারছেনা চট্টগ্রামের কারাতে খেলোয়াড়রাও। তাইতো এই বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের চলমান প্রতিবাদ প্রতিদিন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার বিকালে এম এ আজিজ স্টেডিয়ামে মানব বন্ধন করে কারাতের শিক্ষার্থীরা। তাদের দাবি এই মাঠে সকল ক্রীড়া ইভেন্টের যে সহঅবস্থান তা অব্যাহত থাকুক। খেলাধূলার বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার অধিকার নিশ্চিত করার দাবী কারাতেকারদের। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের ছাত্র ছাত্রীদের মানববন্ধনে বক্তারা, চট্টগ্রামের খেলাধুলার প্রাণকেন্দ্র এম এ আজিজ স্টেডিয়াম আগামী ২৫ বছরের জন্য বাফুফে‘কে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানান।
চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক কাউসার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর ও হাফিজুর রহমান, সিজেকেএস সাবেক সহ–সভাপতি শাহীন আফতাব রেজা চৌধুরী ও চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর হারুনুর রশীদ, আলী হাসান রাজু, ওমর ফারুক, এনামুল হক এনাম, চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু ছালেহ, চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কর্মকর্তা, ছাত্র ছাত্রী সহ বিভিন্ন ক্লাব ও একাডেমীর কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা।