জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে ২৫ বছরের জন্য বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মাঝে আজ ৪ ফেব্রুয়ারি বাফুফের দুই কর্মকর্তা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে আসছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে এক পত্রে জানানো হয়েছে বাফুফে ম্যানেজার–কম্পিটিশন্স মো. জাবের বিন তাহের আনসারী ও বাফুফের এ্যাসিসটেন্ট ম্যানেজার–প্রজেক্ট মো. তানভীর আহমেদ সিদ্দিকি আজ ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অবস্থান করবেন। এ সময় তারা স্টেডিয়ামের স্থাপনা, সুযোগ–সুবিধাদি যেমন ড্রেসিং রুম, ফ্লাডলাইট, মাঠ,গ্যালারী,আউটার মাঠ,মিডিয়া রুম, সেক্রেটারীয়েট রুম সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি পরিদর্শন করবেন। তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য বাফুফে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে বলা হয়।
এদিকে এম এ আজিজ স্টেডিয়াম মাঠ রক্ষাতে এম এ আজিজ স্টেডিয়ামে আজ সকাল ১০টায় এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সিজেকেএস অনুমোদিত ক্লাব সমূহের পক্ষে এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী জানান এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র,সিজেকেএস অনুমোদিত ক্লাবের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, বর্তমান এবং সাবেক খেলোয়াড়বৃন্দ।