সুজান লিওপোল্ডিনা জেসুস নামে এক নারী গিয়েছিলেন এভারেস্টকে জয়ে করতে। কিন্তু পারেননি। পর্বতের বেস ক্যাম্পে অভিযোজন অনুশীলনের সময় তার মৃত্যু হয়। উল্লেখ করার মতো বিষয় হলো, জেসুসের বুকে পেসমেকার স্থাপিত ছিল। তা নিয়েই তিনি অসাধ্য সাধন করতে গিয়েছিলেন। খবর বাংলানিউজের।
এনটিভি জানিয়েছে, ৫৯ বছর বয়সী পর্বতারোহী জেসুসের মৃত্যু অসুস্থতাজনিত কারণে। এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়লে তাকে নেপালেরে সোলুখুম্বু জেলার লুকলা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার হাসপাতালেই তিনি মারা যান।