এভারকেয়ার হসপিটালে নতুন সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন

| শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে ‘সেন্টার অব এঙেলেন্স ফর ডায়াবেটিক কেয়ার অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস’ নামে একটি নতুন সেন্টার উদ্বোধন হয়েছে গতকাল বৃহস্পতিবার। এখানে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন সংক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই সেন্টারে ছয়টি পৃথক ক্লিনিক রয়েছে; ডায়াবেটিস ওয়েলনেস, ওবিসিটি, লিপিড, প্রেগনেন্সি ডায়াবেটিস অ্যান্ড হরমোন, থাইরয়েড এবং গ্রোথ অ্যান্ড পিউবার্টি ক্লিনিক। নতুন সেন্টারের কার্যক্রমের নেতৃত্ব দিবেন এভারকেয়ার হসপিটালের ডায়াবেটিস ও হরমোনের সহযোগী কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাহমুদুল কবির। এখানে রোগীরা প্রাথমিকভাবে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন জটিলতা সংক্রান্ত (যেমন-গলগন্ড) বিভিন্ন রোগের চিকিৎসা, গর্ভকালীন হরমোনজনিত জটিলতায় প্রয়োজনীয় পরামর্শ ও গর্ভধারণ করতে ইচ্ছুক ডায়াবেটিক নারীদের চিকিৎসা, পরামর্শ এবং স্থূলতা, ওজন বৃদ্ধি ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। সেন্টারটি উদ্বোধনকালে এভারকেয়ার হসপিটালের অপারেশনস বিভাগের ডিরেক্টর গুরভিন্দার সিং আনান্দ, মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. প্রকাশ কুণ্ডুর নারাসিমহাইয়া এবং ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাহমুদুল কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট চট্টগ্রামের দুর্যোগ বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধফের মা হতে যাচ্ছেন ন্যানসি!