এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবলে চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের জয়

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে চন্দনাইশ স্পোর্টিং ক্লাব। শনিবার বিকেলে পটিয়ার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় পটিয়া আবদুস সোবহান ফুটবল দলকে টাইব্রেকারে ৫৪ গোলের ব্যবধানে পরাজিত করে চন্দনাইশ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। খেলায় ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের গোলরক্ষক মোহাম্মদ হিরু। খেলা শেষে এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ডেপুটি জোনাল হেড আরিফুর সুমন।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টা ফারুক-ই-আজম সকাশে চাটগাঁ ভাষা পরিষদ নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন