পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি। শনিবার বিকেলে উপজেলার খলিল মীর কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম রাউন্ডের চতুর্থ ম্যাচে হাটহাজারী ফরহাদাবাদ ক্রীড়া চক্রকে ৩–০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক নুর মোহাম্মদ নয়ন ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম. ইদ্রিচ চৌধুরী অপু। এতে অতিথি ছিলেন এবিটস কর্মকর্তা জায়দুল হক চৌধুরী তপু, জসিম উদ্দিন বাবু, আবু তাহের ইমু, সাইফুল ইসলাম সাইফু, সোহেল সাগর, কুতুব রানা, আরিফুর সুমন, সেলিম রেজা, মুহাম্মদ ফোরকান, মো. জাহাঙ্গীর, নজরুল ইসলাম নিলয়, আজিজুল হক, মামুন উদ্দিন জীবন, রায়হান উদ্দিন বোরহান, জিএম বাবু, মিনহাজ, শহিদ, নওশাদ, ইমতিয়াজ, হেলাল, সিফাতুল ইসলাম, এনাম উদ্দিন।