এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের কাঁচা সবজি বিতরণ

আজাদী অনলাইন | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ৯:৫৫ অপরাহ্ণ

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে বিকাল ৪ ঘটিকায় বিনামূল্য আজ বুধবার কাঁচা সবজি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগ সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সি. ইউনিট আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব রফিক উদ্দীন কালু, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সর্দার, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মহিন।

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক হাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোহাম্মদ এনামুল হক এনামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, নগর যুবলীগ সদস্য সাখায়াত হোসেন স্বপন, মোঃ হেলাল উদ্দিন, মো. নূরুল আনোয়ার, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক রিভা চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মিনু আক্তার, মহানগর যুবলীগ নেতা আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, এডভোকেট সৈয়দ রবি, ইঞ্জি. তৈয়ব হোসেন রুবেল, শহিদুল ইসলাম শহীদ, সাজ্জাদ আলী, পূজন লোথ, ইমরান আহমেদ শাওন, ওয়াহিম, জি.এস আমিনুল করিম, আনিসুর রহমান মুন্না প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মুক্তিযোদ্ধার গেজেট থেকে দুইজনের নাম বাতিল