এবিএম আবুল কাসেম ছিলেন গণমানুষের নেতা

স্মরণসভায় বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৫৪ পূর্বাহ্ণ

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সীতাকুণ্ডের সাবেক এমপি আবুল কাসেম মাস্টার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গতকাল বুধবার তাঁর কবরে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন। এ উপলক্ষ্যে ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সীতাকুণ্ড উপজেলা আওামী লীগ সভাপতি এস এম আল মামুন, উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মহসীন জাহাঙ্গীর, কাউন্সিলর ড. প্রফেসর নেছার উদ্দিন মঞ্জু, গোলাম রব্বানী, মো. ইছহাক, এ কে এম জাফরউল্লাহ, আ ম ম দিলসাদ, এম সেকান্দর হোসাইন, এএইচএম তাজুল ইসলাম নিজামী, রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্লাহ মিয়াজি, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, সালাহউদ্দিন আজিজ, মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আজিজুল হক, এডভোকেট ভবতোষ নাথ, খোরশেদ আলম, সাঈদ মিয়া, কাজী গোলাম মহিউদ্দিন, বদিউল আলম জসিম, ফজলে এলাহি পায়েল, আরিফুল আলম রাজু, ইসমাইল সিরাজী, মেজবাহ উদ্দিন, সাহাবউদ্দিন, নুরুল ইসলাম, খাইরুল আজম জসিম, এসএম ইউসুফ, আজম খান, শামশুল আলম, আবদুস সালাম, সাব্বির আহমেদ চৌধুরী মেম্বার। এতে বক্তারা বলেন, সীতাকুণ্ডে গণ মানুষের নেতা ছিলেন সাবেক এমপি এবিএম আবুল কাসেম। তিনি ছিলেন রাজনীতির পাঠশালার শিক্ষক। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্থরের মানুষের আস্তার প্রতীক ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্থপতির অনন্য অর্জন
পরবর্তী নিবন্ধনাঙ্গলমোড়া মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধন