এবি ব্যাংক পিএলসি সমপ্রতি চট্টগ্রামে অবস্থিত খুলশী শাখায় আগ্রাবাদ সিডিএ অ্যাভিনিউ এবং খুলশী শাখার গ্রাহকদের উপস্থিতিতে গ্রাহক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় এবি ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ক্রেডিট জহির উদ্দিন মোহাম্মদ বাবর খান, এসইভিপি ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম মোহাম্মদ মাহতাবুর রহমানসহ স্থানীয় শাখা ব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।