‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের এ স্লোগানটি স্বাধীনতাকামী পুরো বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র তৈরি করেছে একটি ভিডিওচিত্র। এন নাহার-এর রচনায় নির্মাতা কবীর বাবু’র তৈরি করা দুই মিনিট ২৫ সেকেন্ডের সেই ভিডিওচিত্রে বঙ্গবন্ধুর আগুন ঝরানো ভাষণটির বিভিন্ন দিক তুলে ধরেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
ভিডিওচিত্রটিতে মুক্তিযুদ্ধের জন্য উদ্দীপনামূলক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটির কিছু চুম্বক অংশ দেখানো হয়েছে। এ ব্যাপারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজাদী সম্পাদক বলেন, ‘আজাদী সবসময় মহান মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখে এসেছে। এ ভিডিওচিত্রে অংশ নিতে পেরে আমি সম্মানিত ও গর্বিত বোধ করছি।’ এ প্রসঙ্গে তিনি নির্মাতা কবীর বাবু ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অংশগ্রহণের জন্য দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে বেছে নেয়া প্রসঙ্গে কবীর বাবু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে দৈনিক আজাদী ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর চট্টগ্রাম থেকে দৈনিক আজাদী প্রকাশিত হয়েছিল দেশের প্রথম সংবাদপত্র হিসেবে। তাছাড়া এম এ মালেক একজন গুণী ও বরেণ্য ব্যক্তি। তাই আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণটিকে তিনি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন।’
এটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে আজ হতে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে।