এবারও মেয়েরাই এগিয়ে

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসিতে এবার পাসের হার ও জিপিএ৫ প্রাপ্তির সংখ্যায় মেয়েরাই এগিয়ে। আগের দুবছরও (২০২২ ও ২০২১ সালের) পাসের হার এবং জিপিএ৫ এর সংখ্যায় মেয়েরা এগিয়ে ছিল।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ীচট্টগ্রামে সবমিলিয়ে এবার জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৫০ জন। এর মাঝে জিপিএ৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা ৬ হাজার ৪৪৬ জন। আর ছাত্রদের মাঝে জিপিএ৫ পেয়েছে ৫ হাজার ৪ জন। হিসেবে ছাত্রদের তুলনায় ১ হাজার ৪৪২ জন বেশি ছাত্রী জিপিএ৫ পেয়েছে এবার। পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার গড় পাসের হার ৭৮.২৯ শতাংশ। এর মাঝে ছাত্র পাসের হার ৭৭.৭৫ শতাংশ। আর ছাত্রী পাস করেছে ৭৮.৭২ শতাংশ। হিসেবে ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ০.৯৭ শতাংশ বেশি। যদিও ২০২০ সালের চিত্র ছিল কিছুটা ভিন্ন। ওই বছর পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে ছিল মেয়েরাই।

আগের ৫ বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছেপাসের হারে কখনো ছেলেরা এগিয়ে থাকছে, আবার কখনো মেয়েরা। জিপিএ৫ প্রাপ্তির ক্ষেত্রেও যেন একই চিত্র। জিপিএ৫ প্রাপ্তির ক্ষেত্রে সংখ্যায় কোনও বছর মেয়েরা বেশি, আবার কোনও বছর ছেলেরা। এভাবেই যেন পাল্টা দিয়ে চলছে সামপ্রতিক বছরগুলোতে। অবশ্য, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রায় বছরই মেয়েদের সংখ্যাই বেশি পাওয়া যায়। এবছরও এর ব্যতিক্রম নয়।

পূর্ববর্তী নিবন্ধআজ পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ীর প্রথম ইউনিট
পরবর্তী নিবন্ধকারিগরি বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫