এবার ১০ দফা দাবি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শ্রমিক সংস্থা। গতকাল চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম, প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের কাছে স্মারকলিপি দিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন সংস্থাটি। এর আগে মঙ্গলবার চসিক জাতীয়তাবাদী শ্রমিক–কর্মচারী ইউনিয়ন ১৩ দফা দাবি জানায়। শ্রমিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের আজাদীকে বলেন, আমাদের সংগঠন রেজিস্ট্রেশন করা। হালনাগাদ কার্যকরী কমিটি রয়েছে। শ্রমিকদের পক্ষে তাদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরেছি আমরা।
কী আছে ১০ দফায় : স্মারকলিপি’তে প্রথম দাবি হিসেবে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদে ৭০১ জনকে স্থায়ীকরণের ছাড়পত্র পাওয়া যায়। সর্বশেষ ছাড়পত্রের মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত আছে। ইতোমধ্যে কয়েকটি পদের মধ্যে ৩৬০ জনকে স্থায়ী করা হয়েছে। তবে ছাড়কৃত ৭২টি অফিস পদে সহায়ক এখন পর্যন্ত স্থায়ীকরণ করা হয়নি। এসব পদে দ্রুত স্থায়ীকরণের দাবি করা হয়।
অন্যান্য দাবিগুলো হচ্ছে– ২০১৯ সালের সাংগঠনিক কাঠামো মতে ১ হাজার ৪৬ পদের ছাড়পত্র এনে স্থায়ী করার ব্যবস্থা করা এবং নতুন প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোর অনুমোদন কার্যকরের দ্রুত ব্যবস্থা নেয়া।
আউট সোর্সিং প্রক্রিয়া নীতিমালার পূর্বে যেসব শ্রমিক–কর্মচারীদের নিয়োগ হয়েছে তাদেরকে শূন্য পদের বিপরীতে স্থায়ী করা এবং আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করা। ডোর টু ডোর শ্রমিকদের অস্থায়ী কর্মচারীদের ন্যায় নিয়োগ পত্র প্রদান করা। অস্থায়ীদের অবসরোত্তর এককালীন ১০ লাখ টাকা পুর্ননির্ধারণ করা। পেনশন প্রথা চালু করা এবং অবসরের পর পাওনা আনুতোষিকের টাকা স্বল্প সময়ের মধ্যে স্ব–স্ব ব্যাংক একাউন্টে পরিশোধ করা। কর্পোরেশনের পরিত্যক্ত জায়গায় অথবা প্লটে ফ্ল্যাট নির্মাণ করে কর্মচারীদের মধ্যে সহজ কিস্তিতে শতভাগ বরাদ্দের ব্যবস্থা করা, ২০১৪ সালের জানুয়ারিতে স্থায়ী হওয়া ৪র্থ শ্রেণীর শ্রমিক কর্মচারীদের স্বয়ংক্রিয় প্রাপ্যতা অনুযায়ী উচ্চতর গ্রেড প্রদান করা এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের পূর্বের ন্যায় সুক্ষা সামগ্রী ও ইউনিফরম প্রদা করা। কর্পোরেশনের পরিত্যক্ত জায়গায় অথবা প্লটে আবাসিক বাসস্থান তৈরি করে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে বরাদ্দ প্রদান করা। কর্পোরেশনের শূন্য পদগুলো যোগ্যতা এবং প্রাপ্যতা অনুসারে পদোন্নতির মাধ্যমে পূরণ করা। এছাড়া সাধারণ সভায় শ্রমিক সংস্থার প্রতিনিধি রাখারও দাবি করা হয়।