কক্সবাজার সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ভেসে যাওয়ার রেশ না কাটতেই এবার গোসলে নেমে মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রের। গতকাল বুধবার বেলা ১০টায় কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম রাইয়ান নূর আবি সামিম (১৪)। সে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।
নিহত রাইয়ানের বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার পর সামিমসহ ৭/৮ জন কিশোর শৈবাল পয়েন্টে গোসলে নেমেছিল। এ সময় স্রোতের টানে সামিমসহ ৩ জন ভেসে যায়। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে সি–সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না। তাই দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের উপমহাপরিদর্শক আপেল মাহমুদ বলেন, এমন ঘটনাগুলো অনাকাক্সিখত ও মর্মান্তিক। বার বার নিষেধ করার পরও লোকজন তাদের মন মতো সাগরে নেমে যাচ্ছে। সৈকতের নজরদারি কম থাকা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। স্কুলছাত্রের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারে সাগরে গোসলে নেমে মৃত্যুর ঘটনা থামছে না। চলতি বছর এখন পর্যন্ত এ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চলতি ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সাগরে নেমে নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে দুই শিক্ষার্থীর লাশ সৈকতে ভেসে আসে। গতকাল বুধবার পর্যন্ত আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।