বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছাকাছি কোনার পাড়ার লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে।গ শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টা থেকে আজ রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময় হয়। এতে মর্টার শেলের বিকট শব্দ শুনা গেছে বলে সীমান্তের বসবাসকারী লোকজন জানিয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনার পাড়া এলাকায় মিয়ানমারের ছোঁড়া একটি মর্টার এসে বাংলাদেশের অভ্যন্তে পড়ে। এতে একটি বসতঘরের ক্ষয়ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সীমান্তের অস্বাভাবিক পরিস্থিতির কারনে একদিনের জন্য ঘুমধুম রওজাতুল কুরআন মাদ্রাসা ও হিফজখানা বন্ধ ঘোষণা করেছেন মাদ্রাসা পরিচালনা কতৃপক্ষ।
তুমব্রু বাসিন্দা মাহামুদুল হাসান বলেছেন, সীমান্তের পরিস্থিতি ভয়াবহ। এখনো সংঘর্ঘ চলমান। কোনার পাড়ার লোকজন সরে যাচ্ছে।
এদিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী, রহমতের বিল, ফারির বিল ও আন্জুমান সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি। বিকট শব্দে ঘুমাতে পারেনি অনেকেই। উখিয়ার বালুখালী গ্রামের মিজান বলেন, রাতভর গোলাগুলির শব্দ শুনেছি।
এ ব্যাপারে ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।