চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে রাইস কুকারের ভেতর থেকে তিনটি সোনার পিণ্ড জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত টিম। গতকাল শনিবার দুপুরে মালিকবিহীন ব্যাগ স্ক্যানিংয়ে সোনার পিণ্ড শনাক্ত হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাইস কুকারের ভেতরের অংশ ভেঙে ফেলে সেখানে সোনার বারগুলো ঢোকানো হয়েছিল। উপরে দেখতে রাইস কুকার মনে হলেও আসলে সেটি ছিল লোহার খাঁচা। স্ক্যানিংয়ে যাতে ধরা না পড়ে সেজন্য এ কৌশল নিয়েছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ সাংবাদিকদের বলেন, শুক্রবার ওমান এয়ারের একটি ফ্লাইটে ব্যাগটি চালান হিসেবে আসে। কিন্তু ২৪ ঘণ্টায় কেউ এর মালিকানা দাবি করেনি। শনিবার দুপুরে সেটি স্ক্যানিংয়ে দেওয়া হয়। এতে রাইস কুকারের ভেতরে করে সোনা নিয়ে আসার প্রমাণ পাওয়া গেলে ব্যাগ খুলে তল্লাশি করা হয়। জব্দ সোনার পিণ্ডগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শুক্রবারও একটি রাইস কুকারের ভেতর থেকে প্রায় দেড় কোটি টাকার সোনাসহ শারজাহ ফেরত এক যাত্রীকে আটক করা হয়।