মহেশখালীতে পুকুরে সহকর্মীদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন মোহাম্মদ আমিন (২২) নামে এক যুবক। তিনি উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ নবীর পুত্র এবং পেশায় নির্মাণ শ্রমিক। এলাকাবাসীর দাবি, পুকুরটিতে জিন রয়েছে। এ পুকুরে গত দশ বছরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত আমিনকে উদ্ধার করতে নেমে অজ্ঞান হয়ে যান উদ্ধারকারী হাফেজ সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের হাজী এজাহার মিয়া জামে মসজিদের পুকুরে নির্মাণ শ্রমিকদের ৮-১০ জন গোসল করতে নামেন। এ সময় ডুবে যাচ্ছিলেন মোহাম্মদ আমিন। সঙ্গীরা আমিনকে হাত ধরে টেনে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পাড়ে উঠে যান।
এ সময় তাদের চিৎকারে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম কয়েকজন সঙ্গী নিয়ে পুকুর থেকে আমিনকে উদ্ধার করেন। কূলে ওঠার সাথে সাথেই হাফেজ সাইফুল অজ্ঞান হয়ে যান। দুজনকে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসায় মাওলানা সাইফুলের জ্ঞান ফিরে আসে। তিনি বলেন, ছেলেটিকে উদ্ধার করার পরপরই শরীরে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। আমি অজ্ঞান হয়ে যাই। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পুকুরে গত বছর আমার প্রতিবেশী এক ভাবীসহ ১০ বছরে অন্তত ১০ জন নারী-পুরুষ ও শিশু মারা গেছে।