এবার মারা গেলেন দগ্ধ গুদাম মালিক মাহাবুবুল আলম

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গুদামে বিষ্ফোরণ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫৩ অপরাহ্ণ

সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্ত এলাকার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী সর্বিরচর নামক স্থানে গ্যাস ক্রসফিলিং গুদামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিদগ্ধ গুদাম মালিক মাহাবুবুল আলম (৪৬) মারা গেছেন।

ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত শনিবার রাতে মারা যান ওই গুদামের দুই শ্রমিক মোঃ ইদ্রিস (২৬) ও মোঃ ইউসুফ (৩০)। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত দগ্ধ ৩ জন মারা গেল। স্থানীয় এড. মাহাবুবুল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রায় ১ বছর পূর্ব থেকে সাতকানিয়ার চরতী ইউনিয়নের ১নং ওয়ার্ড দ্বীপ চরতী সর্বিরচর নামক নির্জন এলাকায় গ্যাস ক্রসফিলিং কারখানাটি গড়ে উঠে। একটি বড় সেমিপাকা গুদাম ঘরে গ্যাসের সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রসফিলিং করে বাজারজাত করে আসছিল চক্রটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ওই গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়।

এ সময় গুদামে অবস্থানকারী মাহাবুবুল আলম (৪৭), শ্রমিক মোহাম্মদ ইউসুফ (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩) সহ ১০ জন দগ্ধ হন।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ অপর ৭ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁও থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন
পরবর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁও সড়কে আবারও ডাকাতি, ২ যুবককে অপহরণ