এবার মাঠে ঢুকে নতুন বিতর্কের সৃষ্টি করলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৩ পূর্বাহ্ণ

সাকিবের সাথে বিতর্কের যেন দারুণ সখ্যতা। দিন আগে বিপিএলের সমালোচনা করে এক দফা বিতর্কের জন্ম দিয়েছিলেন। এবার আরেক দফা বিতর্কের জন্ম দিলেন মাঠে ঢুকে পড়ে। রংপুর রাইডার্সের ইনিংস শেষে বিরতির পর বরিশালের ইনিংসের খেলা শুরু করতে প্রস্তুত রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ফিল্ডারব্যাটসম্যানরা। কিন্তু হুট করে থমকে গেল খেলা। সীমানার বাইরে থেকে সাকিব আল হাসানকে দেখা গেল হাত উঁচিয়ে কিছু বলতে। পরে উত্তেজিত অবস্থায় মাঠে ঢুকে মাঠের আম্পায়ারদের সঙ্গ বচসায় জড়ালেন বরিশাল অধিনায়ক। তাতে খেলা শুরু হতে দেরি হলো মিনিট পাঁচেক। বরিশালের পক্ষে ইনিংস সূচনা করতে নামেন চতুরাঙ্গা ডি সিলভা ও এনামুল হক বিজয়। রংপুরের পক্ষে প্রথম ওভার করার প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তখন স্ট্রাইকে যান বাঁহাতি ওপেনার চতুরাঙ্গা। তবে চতুরাঙ্গাকে স্ট্রাইকে দেখে রকিবুলকে বদলে অফ স্পিনার শেখ মেহেদি হাসানকে বোলিংয়ে আনেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তা দেখে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন সাকিব। ডাগ আউটের সামনে তিনি কথা বলতে থাকেন চতুর্থ আম্পায়ারের সঙ্গে।

তখন হাতের ইশারায় উইকেটের দুই ব্যাটসম্যানকে কিছু একটা বলছিলেন তিনি। মাঠে দেখা যায় চতুরাঙ্গার বদলে স্ট্রাইক নিতে এগোচ্ছেন এনামুল। সেটি দেখে শেখ মেহেদির বদলে ফের রাকিবুলকেই বোলিং করাতে চায় রংপুর। এটি নিয়েই বিবাদ বেধে যায়। এক পর্যায়ে সাইড লাইন থেকে সরাসরি মাঠের ভেতরে ঢুকে পড়েন বরিশালের অধিনায়ক সাকিব। দুই আম্পায়ারের সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে বেশ লম্বা সময় কথা বলতে দেখা যায় তাকে। সাকিব মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চতুরাঙ্গাই থাকেন স্ট্রাইকে। বোলিং করেন রাকিবুল।

এ ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে মাঠে। নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় বরিশালের ইনিংস। পরে আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের মাঠে ঢোকা নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ। নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, তা দেখেই ঠিক হয় কোন ব্যাটসম্যানরা স্ট্রাইক নেবেন। এক্ষেত্রে শেখ মেহেদিকে বল করতে আসতে দেখে চতুরাঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল যুব গেমসের আন্ত:উপজেলা পর্ব সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত