এবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সুরক্ষা বিভাগে চিঠি

কোর্ট হিলে ঝুঁকিপূর্ণ স্থাপনা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালি থানাধীন বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেঁষে নির্মিত ঝুঁকিপূর্ণ স্থাপনা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সুরক্ষা বিভাগকে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়- সীমানা দেয়াল ঘেঁষেই ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মিত হয়েছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা ২০১৩ অনুসারে বাংলাদেশ ব্যাংকের এই ভবনটি ১(ক) শ্রেণীভুক্ত মর্মে পত্রে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের অনুরোধ জানানো হয়েছে।
গতকাল রোববার মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে উক্ত অনুরোধ জানানো হয়।
এর আগে গত ১৭ নভেম্বর এ বিষয়ে ব্যবস্থা নিতে সিডিএকে চিঠি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গত ১৬ সেপ্টেম্বর কোর্ট হিলে থাকা অবৈধ স্থাপনা অপসারণে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেয় ভূমি মন্ত্রণালয়।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুর দিকে জেলা আইনজীবী সমিতির পাঁচটি ভবনসহ কোর্ট হিলে গড়ে ওঠা সাড়ে তিনশ’র মতো অননুমোদিত স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের প্রস্তাবনায় অনুমোদন দেন প্রধানমন্ত্রী। অনুমোদন সংক্রান্ত সার্কুলারে বলা হয়, কোর্ট হিলে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং ৭১টি আদালত ছাড়া সব স্থাপনাই উচ্ছেদ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি থেকে নেমে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ চালক
পরবর্তী নিবন্ধবিএনপির ফন্দি ফিকির আমরা বুঝি : তথ্যমন্ত্রী