হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকাল দশটার দিকে উল্লেখিত এলাকার বিদ্যুৎ সাব স্টেশনের পূর্ব পাশে হালদা নদীর সংযোগ স্থল স্লুইস গেটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় সকালের দিকে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছেন।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি ৩/৪ দিন পূর্বের হতে পারে এবং ফুলে গেছে। এখনো পর্যন্ত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে চেস্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, পৌরসভার একটি মাছের প্রজেক্টের পাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।






