এবার ভাইরাল চঞ্চলের ছেলের ‘যুবতী রাধে’

| শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

অভিনেতা চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি নতুন করে কাভার করেন। মূলত একটি অনুষ্ঠানের জন্যই গানটিতে কণ্ঠ দেন তারা। গত ২০ অক্টোবর গানটি প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় ভাইরাল হয়।
দর্শক-শ্রোতারা গানটির দারুণ প্রশংসা করেন। নতুন করে গানটির সংগীতায়োজন করেন পার্থ বড়ুয়া। এরপর কপিরাইট ইস্যুতে গানটি সরিয়ে নেয় ইউটিউব কর্তৃপক্ষ। তারপর এ নিয়ে জলঘোলা কম হয়নি। এরমধ্যে চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রুদ্র শুদ্ধর গাওয়া একই গান অন্তর্জালে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও ভূয়সী প্রশংসা করছেন তার।
গত ১৪ সেপ্টেম্বর চঞ্চল চৌধুরী শুদ্ধর গাওয়া গানের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেন। এদিন শুদ্ধর জন্মদিন ছিল। আর এ উপলক্ষে ভিডিওটি প্রকাশ করেন চঞ্চল।
অর্থাৎ চঞ্চল চৌধুরী ও শাওনের গাওয়া গানটি মুক্তির আগে শুদ্ধর গাওয়া গানটি প্রকাশ্যে আসে। বেশ আগে ভিডিওটি প্রকাশ্যে আসলেও গত কয়েকদিন ধরে গানটি অন্তর্জালে দারুণ চর্চিত।

পূর্ববর্তী নিবন্ধফের পুত্রের মা হলেন সংগীতশিল্পী বিউটি
পরবর্তী নিবন্ধঅপূর্বর শারীরিক অবস্থা স্থিতিশীল