এবার বলিউডের সিনেমা নাকচ করলেন মেহজাবীন

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:১১ অপরাহ্ণ

বাংলাদেশ কিংবা কলকাতার তারকাদের স্বপ্ন থাকে বলিউডের সিনেমায় অভিনয় করা। সেই জায়গায় বলিউডের সিনেমায় সুযোগ পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী। খবর বাংলানিউজের।
সমপ্রতি বিদ্যা সিনহা মীম জানান, বলিউডের খ্যাতনামা নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার অভিনয়ের প্রস্তাব পান তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। প্রায় কাছাকাছি সময়ে সিনেমাটিতে কাজের প্রস্তাব পান আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মীমের মতো তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। গত কোরবানির ঈদের আগে নির্মাতা বিশাল ভরদ্বাজের এক মেইল বার্তায় মীমের কাছে সিনেমাটিতে কাজের প্রস্তাবটি আসে। মেইলে মীমকে জানানো হয়, ‘খুফিয়া’ নামে বলিউডের সিনেমার জন্য মীমের স্ক্রিন টেস্ট করতে চান তারা। পরে কথা বলে এ অভিনেত্রী জানতে পারেন, ঘটনা সত্যি। তবে কিছু দিন পরই না করে দেন মীম। কারণ, তিনি মনে করছেন সিনেমাটির গল্পের সঙ্গে বাংলাদেশের নাম নেতিবাচকভাবে জড়িয়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে সন্তানের বাবার বিষয়ে মুখ খুললেন নুসরাত
পরবর্তী নিবন্ধসিএসইতে ২.৬৮ কোটি শেয়ার হাতবদল